করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার থেকে শুরু : প্রধানমন্ত্রী

0
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পুনরায় নিশ্চিত করেছেন, পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে।

তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় এই আশ্বাস দিয়েছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের প্রয়োগ সময়সূচি অনুযায়ী যথারীতি ৮ এপ্রিল শুরু হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ভারত থেকে ভ্যাকসিন পাবে।

তিনি বলেন, চলমান সাত দিনের কোভিড-১৯ লকডাউন বাড়ানো উচিত কি না তা সরকার আগামী বৃহস্পতিবার পর্যালোচনা করে জানাবে।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৭৫ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে পৌঁছেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৩১৮ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধ এবং বর্তমান পরিস্থিতি উন্নতির লক্ষ্যে সরকার সোমবার থেকে সাত দিনের জন্য জনগণের চলাচল ও অন্যান্য কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এই প্রজ্ঞাপন জারি করে যা ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here