১৪ ফুট উঁচু থেকে ফেলে দেওয়া হলো দুই শিশুকে

0
0

ইকুয়েডরের যুক্তরাষ্ট্র-মেক্সিকো ১৪ ফুট উঁচু সীমান্ত দেয়াল থেকে ছোট্ট দুই শিশুকে ফেলে দেওয়া হয়েছে। শিশু দু’টোকে রেখে এরপর পালিয়ে যান ব্যক্তিরা। পরে সিসিটিভি ক্যামেরা থেকে শিশুগুলোকে দেখে উদ্ধার করে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশান (সিবিপি)।

বুধবার (৩১ মার্চ) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে সিবিপি।

বিবৃতিতে তারা জানায়, মঙ্গলবার রাতে সান্তা তেরেসা এজেন্টের ক্যামেরায় তারা দেখতে পান দু’জন স্মাগলাররা দুটি শিশুকে ১৪ ফুট উঁচু দেয়াল থেকে নিচে ফেলে দিচ্ছে। তাদের ফেলে দিয়েই স্মাগলাররা পালিয়ে যায়। এরপর তারা শিশু দু’টোকে উদ্ধার করে সিবিপি স্টেশনে নিয়ে আসে।
চিফ পেট্রোল এজেন্ট গ্লোরিয়া শ্যাভেজ এক বিবৃতিতে বলেন, এভাবে নিরীহ দু’টি শিশুকে ১৪ ফুট উপর থেকে ছুঁড়ে ফেলার দৃশ্য দেখে আমি হতবাক হয়ে পড়েছি। দায়ী ব্যক্তিদের চিহিৃত করতে মার্কিন ও মেক্সিকান কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: এবিসি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here