এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্ন চাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে অবহাওয়া অধিদফতর।
এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্র-ঝড় ও দেশের অন্যস্থানে চার থেকে পাঁচ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে।
এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র তাপ প্রবাহ (১৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যস্থানে ১-২টি মৃদু অথবা মাঝারি তাপ প্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের দেয়া তিনমাস মেয়াদী (মার্চ-মে) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সূত্র : বাসস