সিরাজগঞ্জে বাবার হাত থেকে ছুটে মহাসড়কে দৌড় দেয়ার সময় কাভার্ডভ্যান (মিনি ট্রাক) চাপায় তোহা হোসেন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাড়সড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালখুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তোহা নওগাঁ ইউনিয়নের মালিপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শামিম হোসেন জানান, শবে বরাতের বাজার করার জন্য আয়নাল হোসেন তার ছেলে তোহাকে সঙ্গে নিয়ে খালখুলা বাজারে আসেন। কেনাকাটা শেষে মহাসড়ক পার হতে গিয়ে হঠাৎ করেই শিশু তোহা বাবার হাত ছেড়ে একাই দৌড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এসময় দ্রুতগামী একটি ঔষধ পরিবহনের কাভার্ডভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোঃ শাহজাহান আলী জানান, পুলিশকে অবগত না করেই স্বজনরা লাশ নিয়ে চলে গেছে।