আজ ২৯শে মার্চ আমাদের প্রিয়বন্ধু মির্জা হুদা সোহাগের প্রথম মৃত্যুবার্ষিকী। গতবছর কোভিড-১৯ভাইরাসের তান্ডবে নিউইয়র্ক সহ গোটা আমেরিকা যখন বিপর্যস্ত সেই সময়ে প্রানঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অত্যান্ত সুপরিচিত ও প্রিয়মুখ আমাদের এই বন্ধুটি নিউইয়র্কের এলমহারস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরন করে।জানি এক এক করে পরকালের যাত্রী হবো আমরা সবাই এবং এ তালিকা দীর্ঘ হতে দীর্ঘতর হবে।মৃত্যুবার্ষিকীর এই দিনে আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সোহাগসহ আমাদের সকল পরলোকগমনকারী বন্ধুদের যেন ক্ষমা করে দিয়ে তার নেক ও সৎকর্মশীল বান্দাদের অন্তভূক্ত করে নেন এবং জান্নাতুল ফেরদৌস নসীব করেন সাথে সাথে আমাদেরকেও ক্ষমা করে দেন।আমিন।