ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার ভোরে জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে এখন পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। বিস্ফোরণের পর বিশাল একটি এলাকাজুড়ে ভূমিকম্পের সৃষ্টি হয় বলে জানিয়েছে সে দেশের গণমাধ্যমগুলো। আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে দেশটির আইনশৃঙ্খলার বাহিনী।
তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারটিতে কী কারণে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তার সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানটিতে বেশ ভারি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতের পরপরই তেল শোধনাগারটিতে বিস্ফোরণ ঘটে। সূত্র: বিবিসি।