মিলিটারি ডিরেক্টের মতে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী চীনের

0
18

রোববার প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’-এর প্রকাশিত তথ্যে উঠে এসেছে বিশ্বের মধ্যে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে চীনের। চীন ১০০ পয়েন্টের মধ্যে ৮২ পেয়ে তালিকার শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র পেয়েছে ৭৪ পয়েন্ট। রাশিয়া পেয়েছে ৬৯ পয়েন্ট। ৬১ পয়েন্ট পেয়ে ভারত রয়েছে চতুর্থ অবস্থানে। পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট ৫৮।

গবেষণায় বলা হয়েছে- কাল্পনিক সংঘাতের ক্ষেত্রে চীন সমুদ্রপথে, যুক্তরাষ্ট্র আকাশপথে এবং রাশিয়া স্থল পথে জিতবে।

সমীক্ষায় বলা হয়েছে- প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট, নিষ্ক্রিয় ও সক্রিয় সামরিক কর্মীদের সংখ্যা, সর্বমোট আকাশ, সমুদ্র, স্থল ও পারমাণবিক সংস্থান, গড় বেতন এবং প্রতিরক্ষা সরঞ্জামাদির ওজন সহ বিভিন্ন বিষয় বিবেচনার পর ‘চূড়ান্ত সামরিক শক্তি সূচক’ গণনা করা হয়েছে।

মিলিটারি ডিরেক্ট এর বরাতে দ্য হিন্দু জানিয়েছে, বিশ্বে সামরিক খাতে সবচেয়ে বেশি বাজেট যুক্তরাষ্ট্রের যার ধারে-কাছেও কেউ নেই। প্রতি বছর এই ব্যয় ৭৩২ বিলিয়ন ডলার যেখানে চীনের ব্যয় ২৬১ বিলিয়ন ডলার, ভারতের ব্যয় ৭১ বিলিয়ন ডলার।

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে মিলিটারি ডিরেক্ট এর তালিকায় শীর্ষে চীনের থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বলে মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়- অনেকেই একে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়েও দিয়েছেন কারণ কত সংখ্যক সৈন্য বা কত পরিমাণে সামরিক অস্ত্রশস্ত্র রয়েছে তার ওপর দাঁড়িয়ে সেনাবাহিনী কতোটা শক্তিশালী তা বিচার করা যায় না।
সেনাবাহিনী কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে, সেটাও বিবেচ্য বিষয় হওয়া উচিত। এভাবে কাগজে-কলমে সমীক্ষা চালিয়ে কোন লাভ নেই। চীনের সেনাবাহিনীকে তালিকার এক নম্বরে রাখতে নারাজ অনেকেই। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চীনের সেনাবাহিনীর কোন তুলনাই হয় না। চীন এখনও অনেক পিছনে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই সমীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন- যেখানে ‘চূড়ান্ত সামরিক শক্তি সূ’ প্রায় তিন ভাগের এক ভাগ সামরিক ব্যয় নিয়ে চীন কিভাবে তালিকার এক নম্বরে থাকে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here