প্রচ্ছদকন্যা হয়ে নজর কাড়লেন শাহরুখ পত্নী

0
36

বলিউড তারকাদের ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে গৌরি খানের সুখ্যাতি রয়েছে। পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজকও। বলিউড সুপারস্টার শাহরুখ খানের পত্নী হওয়ায় সবসময় মিডিয়ার নজরে থাকেন গৌরি। ফ্যাশন ম্যাগাজিনে পিককের চলতি সংখ্যায় মডেল হয়ে নজর কেড়েছেন গৌরি।

পিকক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে গৌরি বলেন, ‘ইতিহাসে স্নাতক ডিগ্রি নেওয়ার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে ছয় মাসের একটি কোর্স সম্পন্ন করি। কারণ ছোটবেলা থেকেই শিল্প আমাকে মুগ্ধ করেছে।’

গৌরি বলেন, ‘আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা তাদের স্কুল ও কলেজ নিজেদেরটা সামলে নেয়। ছোট্ট আব্রামকে সময় দিতে হয়। আব্রামের জন্য শাহরুখ এবং আমি দুজনের হাতে যথেষ্ট সময় আছে, তাই আমরা বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব ভাগ করে নিই। ফলে আমি কাজেও সময় দিতে পারি। পাশাপাশি আমি যা করতে ভালোবাসি সেটাও করতে পারি।’
গৌরি জানিয়েছেন, তিনি পুরনো সিনেমা দেখতে ভালোবাসেন। তবে রান্না করতে পছন্দ করেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here