জনকন্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

0
0

নিজস্ব প্রতিবেদক: দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোরে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে বাসা থেকে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

জনকণ্ঠ প্রত্রিকার বিশেষ প্রতিবেদক তপন বিশ্বাস আতিকুল্লাহ খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার কোনো শারীরিক জটিলতা ছিল না। আগের দিনও (রোববার) অফিস করেছেন। আজ ভোরে হঠাৎ তার শ্বাসকষ্ট সমস্যা দেখা দিলে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। রাষ্ট্রপতি মরহুম আতিক উল্লাহ খান মাসুদ এর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আতিক উল্লাহ খান মাসুদের ব্যক্তিগত সহকারী জানান, আজ বাদ যোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। আতিক উল্লাহ খানের দুই ছেলে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

আতিক উল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here