পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
শনিবার দেশটির প্রধানমন্ত্রীর করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর তার স্ত্রীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে।
এর আগে, ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্টাফ ও তার সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা করা হবে।
পাকিস্তানি গণমাধ্যমে বলা হয়, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ও শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।
এর এক দিন আগে তিনি করোনা সংক্রমণরোধী টিকার প্রথম দফার ডোজ নেন। টিকা নেয়ার দু’দিনের মাথায় ইমরান খান করোনায় আক্রান্ত হন।
দেশটির গণমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, আগের ২৪ ঘণ্টার মধ্যে জুলাইয়ের পর থেকে দেশে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গেছে। শনিবার এক দিনে দেশটিতে তিন হাজার ৮৭৬ জন সংক্রামিত হয়েছেন। আগের তুলনায় ৯% সংক্রমণ বাড়ার দিনই দেশটির প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ আসে।
সূত্র : ডন