মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

0
8

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে আরও আটজন বিক্ষোভকারী নিহত হয়েছে। দেশটির অংবান শহরে আজ শুক্রবার সামরিক অভ্যুত্থানবিরোধীদের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, অংবান শহরে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে সাতজন নিহত হন। পরে আহত একজনকে পার্শ্ববর্তী কালাও শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারির পর থেকে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাজনৈতিক বন্দিদের সহায়তাকারী সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি)।

গত ১ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশটিতে জান্তাবিরোধী তুমুল বিক্ষোভ চলছে। সেনা অভ্যুত্থানের অবসান ও দেশটির নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে রাজপথে রয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থি সাধারণ জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here