ফেনীর সোনাগাজীতে স্ত্রী-কন্যাকে ধর্ষণের হমকি দিয়ে মোশারফ হোসেন মৃধা নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃধা বাড়িতে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, সুজাপুর গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা, ঢাকার (ব্যবসায়ী) নাজরান গ্রুপ অব কম্পানির চেয়ারম্যান মোশারফ হোসেন মৃধার বসত ঘরের জানালার গ্রিল কেটে রাত সাড়ে ৩টার দিকে ১০-১৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। এসময় তার স্ত্রী ও স্কুলপড়ুয়া কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে রক্ষিত জমি বিক্রির নগদ ১৭ লাখ টাকা, ২২ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল ফোন লুটে নেয়।
এ ঘটনায় মোশারফ হোসেন মৃধা বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। শিগগিরই আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।