ফ্রান্সের শ্রমমন্ত্রী করোনায় আক্রান্ত

0
11

ফ্রান্সের শ্রমমন্ত্রী এলিজাবেথ ব্যোর্ন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি নিজেই এ কথা জানান। করোনায় সংক্রমিত হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী। খবর রয়টার্সের।

৫৯ বছর বয়সী এলিজাবেথ ব্যোর্ন টুইটে বলেন, কিছু উপসর্গ রয়েছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেয়ার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্র্যাঞ্চ রাইস্টার করোনায় সংক্রমিত হন।

ফ্রান্সে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। তবে ফ্রান্স সরকার দেশটিতে নতুন করে লকডাউন দেয়নি। কিছু এলাকায় স্থানীয় পর্যায়ে লকডাউন দেওয়া হয়েছে ও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে ফ্রান্সে এ পর্যন্ত ৪০ লাখ ৭১ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here