বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ‘কুপি বাতির গণতন্ত্র’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। আজ রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বইটির মোড়ক উম্মোচিত হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বইটির মোড়ক উম্মোচন করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে ‘কুপি বাতির গণতন্ত্র’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।