আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমাতে জান্তা সরকারের দমন-পীড়ন ও ধরপাকড় চলছেই। বৃহস্পতিবার পুলিশের গুলিতে ৭ জন নিহত হয়েছে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত ৭০ জনকে হত্যা করেছে জান্তা সরকার বলে জানিয়েছে জাতিসংঘ। এর আগে দেশটিতে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে সেনাবাহিনীকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেনাবাহিনী মালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন সংস্থাটির মিয়ানমার বিষয়ক বিশেষ দূত।
এদিকে, আটক এনএলডি নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে নতুন করে ঘুষ নেয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। এনিয়ে সু চি’র বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করলো জান্তা সরকার।