নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আলোচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটককৃত মিজানুর রহমান বাদল (৪৯) উপজেলার চরফকিরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চরকালী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সিরাজুল আলম চৌধুরীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে।
মিজানুর রহমান বাদলের ছোট ভাই রহিম উল্যাহ বিদ্যুত তার ভাইকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ‘ভাইয়া নিজেই নোয়াখালী ডিবি পুলিশের হাতে ধরা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কেন কাদের মির্জাকে গ্রেফতার করছে না। তাই তিনি নিজে ধরা দিয়েছেন বলে বিদ্যুত দাবি করেন।’
এ বিষয়ে নোয়াখালী ডিবির (ওসি) হোসাইন আহম্মদ জানান, ‘এ নামে কাউকে আটক করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যকোনো সংস্থা আটক করেছে কি-না দেখেন।’
তবে একাধিক সূত্রে জানা যায়, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কয়েক ঘণ্টা পরে হয়তো গ্রেফতার দেখানো হবে।
নোয়াখালী পুলিশ সুপার মো: আলমগীর হোসেনের ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, গত দেড় মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র মির্জা কাদেরের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বিরোধের জের ধরে উপজেলা জুড়ে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। এক সময় দু’গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলে পৃথক পৃথক এলাকায় দু’বার রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির এবং সিএনজিচালক ও যুবলীগকর্মী আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। অবশেষে টনক নড়ে স্থানীয় প্রশাসনসহ সরকারি দলের ওপর মহলে।