বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছে আরও সাড়ে ৯ হাজারের বেশি মানুষ। এতে সারাবিশ্বে এই আক্রান্ত হয়ে মোট প্রাণহানি ২৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে।
দৈনিক প্রাণহানি ও নতুন সংক্রমণ শনাক্তের দিক থেকে এখনও শীর্ষে ব্রাজিল।বৃহস্পতিবার ২২শ’র বেশি মানুষের মৃত্যু দেখল লাতিন দেশটি।
এদিন, যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন দেড় হাজারের বেশি মানুষ। এছাড়া, মেক্সিকোতে মারা গেছেন ৭ শ’ জন। অন্যদিকে রাশিয়ায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। ইতালি ও পোল্যান্ডে সাড়ে তিনশ’র ওপরে ছিল মৃত্যু।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৭৬ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। বিশ্বজুড়ে মোট সংক্রমিত ১১ কোটি ৮৬ লাখের ওপর।