পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ও ৩২৩ ধারায় নন্দীগ্রাম থানায় মামলাটি করা হয়েছে। মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মমতার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এক্স-রে করার পর তার চোট গুরুতর হলে রাতেই পায়ে প্লাস্টার করা হবে বলে জানা গেছে। এরই মধ্যে হাসপাতালের বেডে শুয়েই ধরা গলায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা।
তিনি বলেছেন, ‘আমি সব ম্যানেজ করে নেব।’ আহত হওয়ার পরের দিন আজ হাসপাতালের বেডে শুয়েই বার্তা দিলেন মমতা। কোনও মিটিং বন্ধ হবে না বলেও তিনি আশ্বাস দিলেন। পাশাপাশি রাজ্যবাসীকে শান্ত থাকারও বার্তা দিয়েছেন তিনি।