মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাসের অধিকাংশ পুড়ে গেছে। এ সময় বাস থেকে নামতে গিয়ে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দি রংধনু ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ঢাকাগামী যাত্রীসেবা (ফেনী জ ১১-০০০১) পরিবহনের বাসটি নোয়াখালী থেকে ছেড়ে এসেছিল।
ভবেরচর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে ঢাকাগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে পাইপে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে পাঁচজন আহত হন। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সায়ারুল রজত জানান, ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত।