মুক্ত বাতাসে ফিরে খুশি তামিম-সৌম্যরা

0
17

 

ক্রীড়া ডেস্ক: অবশেষে ১৪ দিনের কঠিন কোয়ারেন্টাইন পর্ব বুধবার শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এরপরই সফরকারীরা বের হয়েছে মুক্ত বাতাসে। যে কারণে তামিম ইকবাল-সৌম্য সরকাররা দারুণ খুশি।

কোয়ারেন্টাইন শেষে ক্রাইস্টচার্চ থেকে এবার নতুন ঠিকানায় তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। বুধবার ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে পা রেখেছেন তারা। এমন আনন্দে উড়ছেন ক্রিকেটাররা।

মুক্ত বাতাসে পা দিয়েই স্বস্তির নিঃশ্বাস তামিম ইকবালের। ওয়ানডে অধিনায়ক বুধবার এ ব্যাপারে বলেন, ‘এখন ভালো দিক হচ্ছে আমরা বাইরে বের হয়েছি। পরিস্কার বাতাসে আছি। এখন গত দুই সপ্তাহর মতো না। যখন আমাদের একটু সময় দেওয়া হতো বের হওয়ার। এখন সব ভালো।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন হয়তো ৪৫ দিনের সফর করছি। সব স্বাভাবিক থাকলে হয়তো আমরা ২০ থেকে ২২ দিনে বাড়ি ফিরে যেতাম। এখন ১৪ দিন আইসোলেশন করতে হচ্ছে। কিন্তু এখন তো সব অন্যরকম। কিন্তু আপনাকে প্রত্যেকটি দেশের নিয়মকে সম্মান জানাতে হবে।’

নিউজিল্যান্ড সফরে যেয়ে দেশটির কোভিট-১৯ নিয়ম মানছে টাইগাররা। তবে অনুযায়ী এখন আর মাস্ক ব্যবহার বা করোনায় তৈরি হওয়া কোন বিধি নিষেধে থাকতে হবে না ক্রিকেটারদের। খেলার বাইরের সময়টায় ইচ্ছে করলে তারা যেতে পারবেন যেকোনো জায়গায়। দেশের ভেতরেও তারা যেমনটা পাননি গেল এক বছর।

বৃহস্পতিবার থেকে কুইন্সটাউনেই চলবে মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের অনুশীলন। চলবে ৫ দিনের ক্যাম্প। সেই মিশনের আগে কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়ে খুশি তামিম, ‘দারুণ অনুভূতি। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমরা জৈব সুরক্ষা বলয়ে ছিলাম। কিন্তু এমন একদম আইসোলেশনে ছিলাম না। সত্যি কথা বলতে এখানে যারা ছিলেন, তাঁরা আমাদের খুবই ভালো দেখাশোনা করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট সেভাবে সব দেখাশোনা করেছে, আমরা শুধু ধন্যবাদ দিতে পারি। এটা সহজ না। কিন্তু ওরা যতটা সহজ করা যায় সেটা করেছে।’

এরআগে সৌম্য সরকার ক্রাইস্টচার্চ থেকে কুইন্সল্যান্ডের উড়াল দেওয়ার আগে ফেসবুকে সতীর্থ মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও রুবেল হোসেনকে পাশে নিয়ে একটি ছবি পোষ্ট করে লিখলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ। এখন ক্রিকেট আর মুক্ত বাতাসের প্রতীক্ষায়। আপনাদের শুভ কামনায় রাখুন আমাদের।’

আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে টাইগারদের। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। আগামী ২৮ মার্চ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল। এবার নিউজিল্যান্ড সফরে কোন টেস্ট ম্যাচ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here