নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ-গুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের রক্তের দাগ মুছতে না মুছতেই ফের রক্তাক্ত হলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা।
গতকাল মঙ্গলবার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় রাতে আলাউদ্দিন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের মমিনুল হকের ছেলে।
সংঘর্ষের ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক, চার পুলিশসহ অন্তত ২৫ জন আহত ও গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়ও রয়েছেন। বাকিদের নোয়াখালী আড়ইশ শয্যার হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
বসুরহাটে দুপক্ষের সমর্থকদের মধ্যে আজ বুধবার সকাল থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। থমথমে পরিস্থিতিতে বসুরহাটে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর। তিনি বলেন, ‘আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’
নোয়াখালী আড়ইশ শয্যার হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল হাদী রাতে গণমাধ্যমকে বলেন, ‘কোম্পানীগঞ্জের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৩ জন গুলিবিদ্ধ রোগী এসেছে। এর মধ্যে একজন মারা গেছেন। পেটের ডানপাশে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। নাম আলাউদ্দিন, বয়স ৩২।’
এদিকে এ ঘটনার পর রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়েছে বলে পুলিশের সূত্রগুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
গত কয়েকদিন থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবাদমান দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এর জের ধরে গত ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার প্রতিবাদে বসুরহাট বাজারের রুপালী চত্বরে প্রতিবাদ সভা চলছিল। এ সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক ও চার পুলিশ সদস্যসহ আহত হন সাতজন। রাতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। দ্বিতীয় দফায় গোলাগুলির সময় আহত হন আলাউদ্দিন।
এদিকে, গতকাল কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু স্কয়ারে নির্মিত মুক্তিযুদ্ধ মঞ্চ ভাঙচুর ও গুলি বর্ষণের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৭১ জনের নাম উল্লেখ করে মোট ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পৌর মেয়র আবদুল কাদের মির্জার নির্দেশে দুপুরে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান।