‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১’ এর খসড়া অনুমোদন

0
0

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘এর ফলে শিশুদের চিকিৎসার মান বাড়বে। শিশু হাসপাতালের ইনকিউবেটরের সংখ্যা বাড়াতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এছাড়া এখন যে শিশু হাসপাতালটি আছে এটাকে বড় করা হবে।’

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘এছাড়াও শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের পথ সুগম করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন করা হয়েছে। এছাড়া বর্তমানের এক হাজার সিটের বাইরে হাসপাতালটিতে আরও ১০০ সিট বাড়ানো হবে।’

উল্লেখ্য, ১৯৭৭ সালে ঢাকা শিশু হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here