বৃদ্ধ হলে কেমন দেখতে হবেন রণবীর কাপুর? কথাটি শুনে অবাক হলেও এমনটাই কাজ করেছেন রণবীর কাপুর। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই তার ইঙ্গিত দিয়েছেন তিনি। আর তারকরার বৃদ্ধ বয়সের ছবি দেখে অবাক নেটিজেনরা, এই নিয়ে চলছে শোরগোল।
বৃহস্পতিবার রাতে একটি ছবি শেয়ার করেন রণবীর। ফাঁকা মাথায় এলোমেলো সাদা চুল। মুখে না কামানো পাকা দাড়ি-গোঁফ। কপালে বলিরেখা স্পষ্ট। তারকার ইনস্টাগ্রামের প্রথম ছবি দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। তাই ভুল ভাঙাতে তিনি পরপর আরও ৩টি ছবি শেয়ার করেছেন। মেকআপের ছোঁয়ায় কী ভাবে তিনি যুবক থেকে ধাপে ধাপে বৃদ্ধ হয়েছেন, স্পষ্ট সেখানে। এক নারী মেকআপ আর্টিস্ট রণবীরের এই চেহারার রূপান্তর ঘটিয়েছেন।
হঠাৎ বুড়ো হওয়ারই বা সাধ জাগল কেন তার? ক্যাপশন বলছে, একটি প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থা তার এই চেহারাই দাবি করছে। তাই মাথার কালো চুল ঢেকে, নকল সাদা চুল, দাড়ি-গোঁফ লাগিয়ে অসময়েই রণবীর ‘বুড়ো’।
সূত্র: আনন্দবাজার