প্রেসক্লাবের সামনে যুবদলের সমাবেশ চলছে, সতর্ক অবস্থানে পুলিশ

0
13

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ সমাবেশ শুরু হয়। পূর্বঘোষিত সময় অনুযায়ী সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল।

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং দায়িত্ব পালনকালে গুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন নিহত হওয়ার প্রতিবাদে এ সমাবেশ করছে যুবদল।

সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনে সড়কের এক পাশে অবস্থান নিয়ে সমাবেশের কার্যক্রম চালাচ্ছে যুবদল। সমাবেশস্থলের পাশেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন। প্রেসক্লাবের পূর্ব পাশের সড়কেও অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

যুবদলের এই কর্মসূচির কারণে প্রেসক্লাবসংলগ্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে যাতে একটি করে গাড়ি যেতে পারে সেই জায়গা ছেড়ে দিয়েছেন।

যুবদলের এই সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মির্জা ফখরুল সমাবেশস্থলে এসে পৌঁছাননি। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ অন্য নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসেছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচি পণ্ড করে দিয়েছিল পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ওই কর্মসূচি ডেকেছিল ছাত্রদল।

কিন্তু সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় গ্রেপ্তারের পর লেখক মুশতাক আহমেদ ১০ মাস ধরে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে তিনি কারাগারে মারা যান।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here