আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ২৭ জাতির এ জোট। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে ভেনিজুয়েলার বহিষ্কার করার পাল্টা ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। খবর রয়টার্সের।
এর আগে ইইউ কারাকাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ভেনিজুয়েলার রাষ্ট্রদূত বহিষ্কার করার নির্দেশ দেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
ব্রাসেলসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে কারাকাস ছাড়ার নির্দেশ দেওয়ার জবাবে ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে ইউরোপ থেকে বহিষ্কার করা হচ্ছে।