নিজস্ব প্রতিবেদক: স্বল্পন্নোত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ার পথে দ্বিতীয় ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ। জাতিসংঘের সিডিপির পুনর্মূল্যায়ন করে সুপারিশ করেছে। চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে বাংলাদেশকে তৃতীয় ধাপ পার করতে হবে।
সেই হিসাবে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উন্নতি হতে মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে নির্দিষ্ট মানদন্ড ধরে রাখতে হবে। এই সুখবর জানাতে আজ সংবাদ সম্মেলনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বিকেল চারটায়, ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংকের নতুন তালিকায় বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার ও তাজিকিস্তান নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হয়। সিডিপির ২০১৮ সালের ১৬ মার্চের সভায় প্রাথমিক বাছাই তালিকায় স্থান পায় বাংলাদেশ।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানিয়েছেন, বিশ্বব্যাংকের অ্যাটলাস পদ্ধতিতে যেসব দেশের মাথাপিছু আয় ১ হাজার ৪৫ ডলারের কম, সেগুলোকে নিম্ন আয়ের দেশ বলা হয়। মাথাপিছু আয় ১,০৪৫ থেকে ৪,১২৫ ডলার হলে নিম্নমধ্যম আয়ের দেশ ও ৪,১২৬ থেকে ১২,৭৪৫ ডলারের মধ্যে থাকলে তাকে উচ্চমধ্যম আয়ের দেশ বলা হয়। এর ওপরে যাদের মাথাপিছু আয় তাদের উন্নত দেশ বলা হয়ে থাকে। অন্যদিকে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সূচকের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত এই তিন ভাগে ভাগ করেছে। ইকোসোকের উন্নয়ন নীতিমালাবিষয়ক কমিটি (সিডিপি) তিনটি সূচকের ভিত্তিতে তিন বছর পর পর এলডিসির তালিকা তৈরি করে থাকে।