পিলখানা ট্র্যাজেডি: নিহতদের শ্রদ্ধায় স্মরণ

0
51

নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর জওয়ানদের গুলিতে শহীদ সেনা কর্মকর্তাদের চোখের জলে স্মরণ করছে স্বজন-সহকর্মীরা। পিলখানা ট্রাজেডি দিবসে আজ বৃহস্পতিবার বনানী সামরিক কবরস্থানে প্রথমেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। পরে স্বজন-সহকর্মীরা পুস্পাঞ্জলি দেন শহীদদের কবরে।

অশ্রু আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো এক যুগ আগে পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে শহীদ সেনা কর্মকর্তাদের। বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁদের সামরিক সচিবরা শহীদদের কবরে পুষ্পার্ঘ দেন।  ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

পরে নিহতদের পরিবারের সদস্যরা তাদের হারানো স্বজনের কবরে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। অশ্রুসিক্ত চোখে দিনটি স্মরণ করে আজও শোকে স্তব্ধ তাঁরা।

বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্বজনরা এসেছিলেন ফুল হাতে বুকচাপা কান্না নিয়ে। কারো বাবা-মা, কারো সন্তান কারো স্ত্রী চোখের জলে স্মরণ করেন প্রিয়জনকে। এই হত্যাযজ্ঞের ১২ বছরেও সব মামলার রায় না হওয়ায় এবং নেপথ্যের কারণ সামনে না আসায় হতাশ শহীদ পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এর পর এক মিনিট নীরবতা পালন করে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ চলাকালে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার সকালে দেশের সব সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সবস্তরের সেনা সদস্যদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।

আর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় খতমে কোরআন, বিজিবির সব মসজিদ এবং বিওপি পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here