রোববার দুপুরে সিরাম কর্তা আদর পুনেওয়ালার একটি টুইট ঘিরে বিতর্ক শুরু হয়। টুইটে সিরাম কর্তা লিখেছেন, বিদেশী সরকার এবং রাষ্ট্রীয় নেতাদের জানাচ্ছি- ধৈর্য ধরতে। আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের তৈরি কোভিশিল্ড এর উৎপাদন বাড়াতে। সরকার ভারতের গ্রহিতাদের ভ্যাকসিন আগে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে, আমরা আমাদের সরবরাহ ভারতের মধ্যে সীমাবদ্ধ রাখছি প্রাথমিকভাবে।
উল্লেখ্য, সিরাম- এর কোভশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্রাজিল, মেক্সিকো, বাংলাদেশে সরবরাহ হচ্ছে। অন্য দেশেও যাচ্ছে। পুনেওয়ালার এই টুইটের পর বিদেশি রাষ্ট্রগুলো সন্দিহান হয়, কবে তাহলে তারা ভ্যাকসিন পাবে। একটি বিভ্রান্তির সূত্রপাত হয়। কেন্দ্রীয় সরকার এর পরই সাফ জানিয়েছে যে, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর রাষ্ট্রসংঘে শান্তি রক্ষকদের ২০ লক্ষ ভ্যাকসিন দেয়ার যে কথা ঘোষণা করেছেন তা রাখা হবে। বিদেশী রাষ্ট্রগুলোও ভ্যাকসিন পাবে উৎপাদন ও সরবরাহ চেইন সঠিক থাকলে।