ক্রীড়া ডেস্ক: অবশেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও করোনাভাইরাসের টিকা নিতে শুরু করেছেন। আপাতত যারা নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন, তারাই এ প্রতিষেধক নিচ্ছেন। তার অংশ হিসেবেই বৃহস্পতিবার সকালে ক্রিকেটার, বিদেশি কোচিং স্টাফ আর টিম ম্যানেজমেন্টসহ টিকা নিয়েছেন ২৮ জন।
নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকবেন এমন ৮ জন ক্রিকেটার বৃহস্পতিবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন। ঢাকার বাইরে থাকায় ২০ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন অন্যরা।
বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা হাসপাতালে টিকা নিতে আসেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং পরামর্শক জন লুইস, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার নিক লিক। এদিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে টিকা দিতে যার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সৌম্য সরকার। এছাড়া বোর্ড পরিচালক জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ক্রিকেটার নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরা টিকা নিয়েছেন।
এরআগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই টিকাদান কর্মসূচির প্রথম পর্ব শেষ করবে। শুধুমাত্র আগ্রহীদেরই দেয়া হবে করোনার প্রতিষেধক। কাউকেই জোর করবে না।
আগামী ২৪ ফ্রেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এজন্য শুক্রবার দল ঘোষণা করবে বিসিবি।