উত্তর কোরিয়ার কাণ্ড

0
19

উত্তর কোরিয়ার প্রশিক্ষিত হ্যাকাররা পি ফাইজারের তথ্য নেওয়ার চেষ্টা করছে। করোনা থেকে শিক্ষা নিয়ে তারা তাদের দেশে টিকা দ্রুত আনতে চাইছে। তাই তারা এই ধরনের কাজ করছে বলে জানা গিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে, একটি গোয়েন্দা সংস্থা মনে করছে এই কাজে অনেকটা অগ্রগতি লাভ করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এটা সকলেরই জানা, করোনাকালে জানুয়ারি মাস থেকেই সীমান্ত সিল করে দিয়েছিল উত্তর কোরিয়া। এবার তারা টিকার সূত্র হারিয়ে তাদের দেশে এই টিকা তৈরির চেষ্টা করছে। কিম জং উন ইতিমধ্যেই ঘোষনা করেছেন তার দেশ থেকে তিনি করোনার চিহ্নমাত্রা রাখবে না। এই কাজে তারা কোনও খামতি রাখবে না।
রয়টার্স সূত্রে আরও জানা গিয়েছে এই বিষয়টি তারা নিজেদের পরমানু পরীক্ষার মতই গোপন রাখতে চাইছে। পি ফাইজারের টিকা হাতানোর জন্য সাইবার হামলা করতে চাইছে কিম জং উনের প্রশিক্ষিত দল। শুধুমাত্র সেনাবাহিনীর উন্নতকরনই নয়, সকলের আড়ালে এমন এক বাহিনী তৈরি করছে উত্তর কোরিয়া যার হদিশ মেলা কঠিন হবে বলেই মনে করছে সাইবার কর্তারা। টিকাকরণের কারখানাগুলির ওপর কড়া নজর রাখছে উত্তর কোরিয়া। তারা ইতিমধ্যেই এই কারখানাগুলির তালিকা তৈরি করে ফেলেছে। রয়টার্সের একটি সূত্র থেকে জানা গিয়েছে প্রায় ৩০০ মিলিয়ন টিকা হাতানোর টার্গেট নিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের হ্যাকাররা বিশ্বের প্রায় ৩ লক্ষ কম্পিউটার থেকে তাদের তথ্য হাতানোর কাজে ব্যস্ত। তবে এটি তারা কখনই স্বীকার করবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here