আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে গেল কয়েক মাসে খাদ্য সংকটে মারা গেছে অন্তত ৫০ হাজার মানুষ। আরও অন্তত ৫০ লাখ মানুষ মারাত্মক খাবার সংকটে রয়েছেন বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক।
তিনি আরও বলেন, চলতি বছর ইয়েমেনের এক কোটি ৬০ লাখের বেশি নাগরিক ক্ষুধায় ভুগবে। বিপর্যয়ের আগেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহŸান জানান তিনি। সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক বছরের আগ্রাসনসহ নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ ইয়েমেনে খাদ্য সংকটের মতো পরিস্থিতি তৈরি করেছে।