নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গাদের চতুর্থ দলটিকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম থেকে জাহাজে করে ২ হাজার ১১ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে আরও এক দল রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে।
কক্সবাজারের আর্থ-সামাজিক কাঠামো এবং পরিবেশের ওপর চাপ কমাতে গেল বছরের চৌঠা ডিসেম্বর শুরু হয় ভাসানচরে অস্থায়ীভাবে রোহিঙ্গা স্থানান্তর। তিন ধাপে, এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে।
সেই ধারাবাহিকতায়, সোমবার সকালে শুরু হয় রোহিঙ্গাদের চতুর্থ ধাপের স্থানান্তর। চট্টগ্রামে নৌবাহিনীর বোটক্লাব জেটি থেকে পাঁচটি জাহাজে করে ভাসানচরে নেওয়া হয় প্রায় ৫’শ পরিবারের ২ হাজার ১১ জন রোহিঙ্গাকে। স্বেচ্ছায় ভাসানচরে যেতে তারা নাম তালিকাভুক্ত করে।
এর আগে, ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা আত্মীয়-স্বজনদের সেখানে আসার আহ্বান জানানোর প্রেক্ষিতেই এই স্থানান্তর।
ভাসানচরে যেতে স্বেচ্ছায় নাম লিখিয়েছে আরও দেড় হাজারের মত রোহিঙ্গা। মঙ্গলবার তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।