নিজস্ব প্রতিবেদক: মাদক ও চোরাচালান রোধে সীমান্তরক্ষী বাহিনীগুলোকে আরো আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কোস্টগার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার আগারগাঁওয়ে বাহিনীর সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, সীমান্তে অপরাধ প্রবণতা কমাতে উপকূল ও দূর্গম পাহাড়ি এলাকায় রাস্তা নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। নিজস্ব জনবল নিয়োগের মাধ্যমে কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।
পরে কোস্টগার্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নাবিকদের বীরত্বপূর্ণ অবদানের জন্য পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।