অনিয়মের অভিযোগে রামগতিতে ৪ মেয়র প্রার্থীর ভোট বর্জন

0
0

নিজস্ব প্রতিবেদক: অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাহেদ আলী পটুসহ ৪ জন মেয়র প্রার্থী। অন্য তিনজন হলেন-জাতীয় পার্টির আলমগীর হোসেন (লাঙল), স্বতন্ত্র প্রার্থী আবি আবদুল্লাহ (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন (জগ)।

ভোটগ্রহণের সময় এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া ও গোপন বুথে নৌকার এজেন্টদের অবস্থান নেওয়ার অভিযোগে সকাল ১০টার দিকে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

সাহেদ আলী পটু সাংবাদিকদেরকে অভিযোগ করে বলেন, ‘কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ভোট দেওয়ার জন্য কয়েকজন কর্মী ও সমর্থক কেন্দ্রে গেলে তাদের বের করে দিয়েছেন নৌকার লোকজন। এ দেশে আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

জাতীয় পার্টির মেয়র প্রার্থী আলমগীর হোসেন বলেন, ‘৭ নম্বর ওয়ার্ডের কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দিতে গেলে আমাকেও বের করে দেওয়া হয়। পরে আমার পরিবারের লোকজনকে নিয়ে ভোট না দিয়ে কেন্দ্র থেকে চলে আসি।’

তবে আওয়ামী লীগ প্রার্থী এম মেজবাহ উদ্দিন বলেন, ‘বিএনপির কোনো এজেন্ট বের করে দেওয়া হয়নি। নিশ্চিত পরাজয় জেনে তারা ভোট বর্জন করেছেন।’

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ‘বর্জনের কথা শুনেছি। তবে কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। বিএনপির এজেন্ট বের করে দেওয়ার কোনো অভিযোগ পাইনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here