ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

0
0

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মারিও দ্রাঘির নাম ঘোষণা করা হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, আজ শনিবার শপথ নেবেন দ্রাঘি। এর আগে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ছিলেন মারিও দ্রাঘি। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে মন্ত্রীদের বৈঠকের পর মারিওকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেছেন, মারিও দ্রাঘি ইতালির এমন একজন নাগরিক, যিনি ইউরোপকে রক্ষা করেছেন। আমি মনে করি, তিনি এমন একজন ইউরোপিয়ান- যিনি ইতালিকে বাঁচাতে পারবেন।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মারিওকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে ইতালির প্রায় সব রাজনৈতিক দল। এর আগে গত মাসে গুইসেপে কন্তের সরকারের পতন ঘটে। সে দেশে চলমান রাজনৈতিক সঙ্কটের মধ্যেই গুইসেপে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান। এমনকি তারও আগে ২০২০ সালের ডিসেম্বরে পদত্যাগ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here