নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে দেশের ৩৫ টি জেলার ৫৬টি পৌরসভায় নির্বাচন আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি)। এবার ভোট গ্রহণ করা হবে ইভিএমে ও ব্যালট পেপার। এদিকে, প্রচারণার শেষ সময়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রতি।
আর মাত্র একদিন পরই চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন। দেশের ৩৫টি জেলার ৫৫টি পৌরসভার বাসিন্দারা বেছে নেবেন তাদের পরবর্তী জনপ্রতিনিধিদের। এবার ৩০টি পৌরসভায় ইভিএম ও ২৫টি পৌরসভায় ব্যালট পেপার ভোট গ্রহণ করা হবে। শেষ মূহুর্তে নির্বাচনী এলাকাগুলোয় চলছে জোরদার প্রচারণা। প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের।
নেত্রকোণা পৌরসভায় গণ সংযোগে ব্যস্ত প্রার্থীরা। এলাকার উন্নয়নের নানা প্রতিশ্র“তি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
এদিকে, শেরপুরে মেয়র পদে লড়ছেন ৭ জন, কাউন্সিলর পদে ৪৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮জন। একক দলীয় প্রার্থী নিয়ে বিএনপি কিছুটা স্বস্তিতে থাকলেও ২ বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
অপরদিকে, তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক মেয়র প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে চতুর্থ ধাপে অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচন। শেষ মূহুর্তেও নানা উন্নয়ণের প্রতিশ্র“তি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। তবে রাস্তা-ঘাট, বিদ্যুৎ ও পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ণে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা।
এদিকে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মাঝেই মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, শরীয়তপুরের ডামুড্যায় প্রচারণায় বাধা, হামলা ও পালটা হামলার অভিযোগ তুলছেন প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীরা।
এদিকে, জয়পুরহাটের আক্কেলপুরে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা ধরনের উন্নয়ন আর কাজের প্রতিশ্র“তি। তবে প্রতিশ্র“তি নয়, সৎ যোগ্য ও জনদরদী প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা।
লক্ষ্মীপুরের রামগতিতে জনগণ ভোটে তাকেই বেছে নেবেন বলে আশা করছেন বর্তমান মেয়র ও নৌকার প্রার্থী।এদিকে, বিএনপি প্রার্থী বলছেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনিই জয়ী হবেন।
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটাররা বলছেন, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা।
এদিকে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে ঘিরে পাহাড়ী জনপদ উৎসব মুখর। তবে বিগত পৌরসভা নির্বাচনে রক্তাক্ত সহিংসতার অভিজ্ঞতা মাথায় রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা বলছেন রিটার্নিং অফিসার।