টিকা নিতে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে

0
19

নিজস্ব প্রতিবেদক: সকল শংকা কাটিয়ে স্বাচ্ছন্দ্যে করোনার টিকা নিতে আগ্রহীদের ভীড় বেড়েছে টিকাদান কেন্দ্রগুলোতে। আজ বুধবার চলছে চতুর্থদিনের মতো টিকাদান কার্যক্রম। সম্মুখসারির যোদ্ধাসহ টিকা নিচ্ছেন নিবন্ধিত সাধারণ নাগরিকরাও। কেন্দ্রে গিয়ে নিবন্ধনের পাশাপাশি অনলাইনেও নিতে আগ্রহীদের সংখ্যা বেড়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া খুব একটা পাওয়া না গেলেও কেন্দ্রগুলোতে জরুরী চিকিৎসা সেবা দেয়ার জন্য নেয়া হয়েছে সবরকমের প্রস্তুতি।

সাধারণ মানুষের এমন ভীড় করোনার টিকা নিতে আসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে। সপ্তাহখানেক আগেই যেখানে ভয় শংকা দেখা দিয়েছিল অনেকের মধ্যে তা কাটিয়ে এখন এভাবেই লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দে টিকা নিতে আসছেন নানা বয়স ও পেশার মানুষ। কেন্দ্রে এসে নিবন্ধনের পাশাপাশি অনলাইনেও উল্লেখযোগ্যহারে বেড়েছে আগ্রহীর সংখ্যা।

এদিনও সম্মুখসারির যোদ্ধা ছাড়াও টিকা নিতে আসেন সমাজের বিভিন্ন পেশার মানুষ। আসেন সাংস্কৃতিক জগতের বরেণ্য ব্যক্তি ও সিনিয়র সাংবাদিকরাও। টিকা নেয়ার এটিকে নিরাপদ উল্লেখ করে স্বাস্থ্য সুরক্ষায় সকলকে নিশ্চিন্তে টিকা নেয়ার আহ্বান জানান তারা।

টিকাদান কর্মসূচির চতুর্থ দিন চললেও এখনও উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া পাচ্ছেন না চিকিৎসকরা। এরপরও জরুরী চিকিৎসাসেবা দেয়ার জন্য প্রতিটি কেন্দ্রেই রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

এদিকে সচিবালয়ের ক্লিনিকে করোনার টিকা নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এসময় ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

প্রথম ও দ্বিতীয় দিন যথাক্রমে ৩১ ও ৪৬ হাজার টিকা নিলেও মঙ্গলবার তৃতীয় দিনে এসে তা ছাড়িয়ে যায় এক লাখেরও বেশি। দিনদিন টিকা নেয়ার সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন চিকিৎসক ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here