নিজস্ব প্রতিবেদক: প্রশান্ত কুমার বা পিকে হালদারের অবর্তমানে দেশে থাকা তার সম্পদের দেখভাল করা আইনজীবী সুকুমার মৃধার বিরুদ্ধে ২০ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলায় আরো আসামী করা হয়েছে সুকুমারের মেয়ে অনিন্দিতা মৃধা, সোনালি ব্যাংকের প্রিন্সিপ্যাল আফিসার তাপসী রানি শিকদার এবং স্বপন কুমার মিস্ত্রী ও আসিম কুমার মিস্ত্রীকে। এদের মধ্যে আসিম কুমারকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করেছে দুদক।
এ নিয়ে পিকে হালদার ও আত্মসাত সংশ্লিষ্ট ঘটনায় ৭টি মামলা করলো দুদক। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালসহ ৭ জনকে।