দ্বিতীয় দিনে দেশজুড়ে চলছে করোনার টিকাদান

0
22

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দিনের মত দেশজুড়ে চলছে করোনার টিকাদান কর্মসূচি। সম্মুখসারির যোদ্ধাদের পাশাপাশি টিকা নিচ্ছেন নিবন্ধিত ৫৫ বছরের বেশি বয়সের নাগরিকরা। রাজধানীসহ বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক হাজারের বেশি কেন্দ্রে চলছে এই কার্যক্রম। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে টিকাদান কার্যক্রম চলবে দুপুর দুইটা পর্যন্ত।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন নাগরিক। এর মধ্যে সামন্য পার্শপ্রতিক্রিয়া দেখা গেছে মাত্র ২১ জনের শরীরে। তবে, তারাও ভালো আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here