নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনাভাইরাসের টিকা নিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার দুপুর ১টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি টিকা নেন।
টিকা নেয়ার পর জাফরুল্লাহ বলেন, ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহবান করছি, যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য। আমি একই সাথে বলতে চাচ্ছি, আমার প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান তাহলে দেশবাসী আরো বেশি সাহস পাবে। ভয়ের কোনো কারণ নেই।
তিনি বলেন, এই টিকা প্রত্যেকে আমার রিকশাওয়ালা ভাই, বাড়ির গৃহকর্মী সহ সাধারণ মানুষ যেন পাওয়ার সুবিধা পায়।
তিনি আরো বলেন, যারা অবস্থাবান না, সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার। এখানে ব্যবস্থাপনা খুবই ভাল হয়েছে। বিএসএমএমইউর সব কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বিএসএমএমইউর প্রফেসর ডা. মুহাম্মদ রফিকুল আলম।
রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে এক হাজার পাঁচটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। সকাল ৮টা থেকে টিকাদান শুরু হয়েছে। চলবে টানা দুপুর আড়াইটা পর্যন্ত।
আজ ঢাকায় ৫০টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকায় ২১ ও দক্ষিণে ২৯ কেন্দ্র। এসব কেন্দ্রে ২০৬টি টিম কাজ করছে।