নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে রাজধানীসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। টিকা কর্মসূচি নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা নিতে এপর্যন্ত, নিবন্ধন করেছেন আড়াই লাখের বেশি মানুষ। এদিকে, বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় ও ইপিআইয়ের সংরক্ষণাগার থেকে করোনার টিকা পৌঁছে দেয়া হয়েছে উপজেলা পর্যায়েও।
এর মধ্যে, ঢাকা উত্তর সিটিতে ৩০টি ও দক্ষিণ সিটিতে ১৯ টি প্রতিষ্ঠানে ৪ লাখ ৪৮ হাজার ৮০ ডোজ টিকা পাঠানো হয়েছে। টিকা নিবন্ধন নিয়ে কোন সমস্যায় পড়লে তিন-তিন-তিন নম্বরে ফোন করে সহযোগিতা নেয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, আপাতত শুধু অনলাইনেই টিকা নিতে নিবন্ধন করা যাবে। ইন্টারনেটে সুরক্ষা অ্যাপ দেয়ার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে গ্রাম বা ইউনিয়ন তথ্য কেন্দ্রে সাধারণ মানুষ টিকা নিবন্ধন করতে পারবেন। ৮ সপ্তাহের পরিবর্তে টিকার দ্বিতীয় ডোজ ৪ সপ্তাহ পর দেয়া হবে বলেও জানান ডা. নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, এখন পর্যন্ত টিকা নেয়া ৫৬৭ জনের সবাই সুস্থ আছে। এদিকে, সরকারি হিসেবে গত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩৫ জন।