0
26

নিজস্ব প্রতিবেদক: ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস- ইএফডি মেশিন বসানো হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ইএফডিএমএস এর প্রথম লটারি ড্র অনুষ্ঠানে তিনি এতথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ইএফডি মেশিন ছাড়াও ভ্যাট নেয়া হচ্ছে কিন্তু সেটা পুরোপুরি স্বচ্ছ নয়। চলতি বছর জুন মাসের মধ্যে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার ইএফডি বসানো হবে। এসময় চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে যারা ইএফডি মেশিনে কেনাকাটা করেছেন, তাদের নিয়ে প্রথম লটারির ড্র অনুষ্ঠিত হয়।

ইএফডি থেকে পণ্য কেনার পর গ্রাহকরা যে রিসিট পাবেন সেটাই কুপন হিসেবে গণ্য করে লটারি করা হয়। প্রতি মাসের ৫ তারিখ এই লটারি অনুষ্ঠিত হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এছাড়া বিজয়ীরা পাবেন বিভিন্ন অংকের আর্থিক পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here