প্রথম ইনিংসে ২৫৯ রানে অল-আউট ওয়েস্ট ইন্ডিজ

0
23
Bangladesh's players celebrates after the dismissal of West Indies' Jermaine Blackwood(R) during the third day of the first cricket Test match between Bangladesh and West Indies at the Zohur Ahmed Chowdhury Stadium in Chittagong on February 5, 2021. (Photo by Munir Uz zaman / AFP)

ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫৯ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ উইকেটে ৭৫ রানে দিন শুরু করে সফরকারীরা। দিনের শুরুতেই এনক্রোমাহ বোনারকে ফেরান স্পিনার তাইজুল ইসলাম।

তবে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি পান ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যক্তিগত ৭৬ রানে তিনি স্পিনার নাইমের শিকার হন। এছাড়া মেহেদী মিরাজ সফরকারী দলের ব্যাটসম্যান কাইল মিরাজকে ফেরালে মধ্যাহ্ন বিরতির আগেই ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এ অবস্থায় চাপ সামাল দেন ব্ল্যাকউড ও ডা সিলভা। দু’জনের দৃঢ়তায় ক্যারিবীয়দের সংগ্রহ ২’শ পেরুয়। জারমেই ব্ল্যাকউড পান টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি। কিন্তু ৯৩ ওভারে ২ বলের ব্যবধানে সিলভা ৪২ রান ও ব্ল্যাকউড ৬৮ রান করে সাজঘরে চলে যায়। এরপর ক্যারিবীয়নরা আর সুবিধা করতে পারেনি। একের পর এক উইকেট হারাতে থাকে দলটি।

৯৩ ওভার ৪ বলে কেমার রোচ মেহেদী হাসানের বলে আউট হযে সাজঘরে যায়। কর্নওয়াল শূণ্য রান করে মেহেদী হাসানের বলে বোল্ড আউট হয়ে নবম উইকেটের পতন ঘটে দলটির। সবশেষ ওয়ারিক্যানের পতনের মধ্য দিয়ে অল আউট হয়ে যায় ক্যারিবীয়রা। ফলে ৯৬ ওভারে ২৫৯ রান তুলতে সক্ষম হয় দলটি।

এদিকে ইনজুরির কারণে দলের সাথে ফিল্ডিংয়ে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here