অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে নজরদারি বৃদ্ধি

0
27

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, মিয়ানমারে কি ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশ সতর্ক রয়েছে। মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় নৌ-পুলিশের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশআজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় নৌ-পুলিশের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। নিয়ে আল-জাজিরার প্রতিবেদন একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা। বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে’। এটা দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here