রাজধানীতে হচ্ছে আরো ৩৬টি ফুটওভার ব্রিজ

0
0

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নির্মিত হচ্ছে নতুন ৩৬টি ফুটওভার ব্রিজ। এরমধ্যে হাসপাতাল এবং শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে ৮টিতে চলন্ত সিঁড়ি বসানো হবে। রাস্তা পারাপারে দুর্ঘটনার ঝুঁকি কমাতে নতুন করে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু ফুটওভার ব্রিজ নির্মাণ করলেই হবে না, সেগুলোকে পথচারী বান্ধব করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে রয়েছে ৪৭টি ফুটওভার ব্রিজ। তবে উপযুক্ত স্থানে না করায় বেশিরভাগই ব্যবহৃত হয় না। যত্রতত্র রাস্তা পারাপার হয় পথচারীরা। ফলে ঘটে দুর্ঘটনা।

সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে রাস্তা পারাপারের জন্য নতুন করে ৩৬টি ফুটওভার ব্রিজ নির্মাণ করবে ডিএনসিসি। এতে ব্যয় হবে ৩১৯ কোটি টাকা।

স্থানীয় জনসাধারণের চাহিদার আলোকে এবং ফুটওভার ব্রিজ ব্যবহার আকর্ষণীয় করতে ৮টিতে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে। হাসপাতাল এবং শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে বসানো হবে দুটি করে ১৬টি চলন্ত সিঁড়ি।

ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের সচেতন করতে হবে। ট্রাফিক সিগনাল ব্যবস্থাপনায় উন্নতি করার তাগিদ তাদের।

আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here