নিজস্ব প্রতিবেদক: অবৈধ মুঠোফোনের বাণিজ্যের কারণে বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তাই পহেলা এপ্রিল থেকে অনিবন্ধিত মোবাইল ফোন সেট বন্ধ করে দিতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। ন্যাশনাল ইকুইপমেন্টস আইডেন্টিফিকেশন রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে মোবাইল ফোন সেট অন করলেই সেটা নিবন্ধিত কিনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার মাধ্যমে সচল বা অচল হবে।
রাজস্ব আয় বাড়ানো, অবৈধ মুঠোফোনের বাণিজ্য বন্ধ এবং গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এনইআইআর প্রযুক্তি চালু করতে যাচ্ছে সরকার। ২৯ কোটি টাকা খরচে তৈরি এই প্রযুক্তির মাধ্যমে অনিবন্ধিত সকল মোবাইল ফোন সেট আপনা আপনি অচল হয়ে যাবে।
বিটিআরসি বলছে, একজন গ্রাহক নতুন মোবাইল ফোন সেট কিনে চালু করলে তা নিবন্ধিত কিনা সেটা এনইআইআরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। সেটটি বৈধ না হলে ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। তবে সচল থাকবে, এপ্রিলের আগে ব্যবহৃত সকল মোবাইল ফোন সেট।
মুঠোফোন গ্রাহক সমিতির হিসেবে, চোরাই পথে বাজারে মোবাইল ফোন সেট আসায় সরকার মাসে রাজস্ব হারাচ্ছে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা। পাশাপাশি গ্রাহকরা প্রতারিত যেমন হচ্ছেন তেমনি লোকসানের ঘানি টানছেন বৈধ ব্যবসায়ীরা।
অবৈধ মোবাইল ফোন সেট বন্ধ হলে পোশাক শিল্পের মত জাতীয় রাজস্বে এই খাত বড় ধরণের ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশি¬ষ্ট কর্তৃপক্ষ।