আমেরিকায় করোনা পরিস্থিতির চরম অবনতি, এক মাসে মৃত্যু ৯১ হাজার

0
18

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে আরও বিপর্যস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই ভাইরাস পরিস্থিতির কোনও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে দেশটিতে।
গত ৩০ দিনেও সেখানে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৯১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোভিড ড্যাশবোর্ডে বলা হয়েছে, জানুয়ারিতে আমেরিকায় ৯০ হাজার ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর এক মাসে এটি সর্বোচ্চ মৃত্যু। এদের মধ্যে ২৩ হাজার ২৭৪ জন মারা গেছেন ১০ থেকে ১৬ জানুয়ারির মধ্যে। এক সপ্তাহে মৃত্যুর এটিও সর্বোচ্চ রেকর্ড। এর পরের সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ২২ হাজার ৬৫২।
বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, করোনা মহামারীর পর আমেরিকায় এ পর্যন্ত চার লাখ ৩৬ হাজার ৭৯৯ জন কোভিড-১৯ এ মারা গেছেন।
অবশ্য করোনা নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার শনিবার জানিয়েছে, আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৬৪ জন এবং মৃতের সংখ্যা চার লাখ ৪৭ হাজার ৫৬৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here