তৃতীয় ধাপে ৬২ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

0
0

নিজস্ব প্রতিবেদক: দেশের ৩৯ জেলার ৬২টি পৌরসভায় রাত পোহালেই ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৮ লাখেরও বেশি ভোটার বেছে নিচ্ছেন তাদের জনপ্রতিনিধি। এই ধাপে, সব পৌরসভায় ভোট হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে। ৬২টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২শ ৩২ জন প্রার্থী। কাউন্সিলর পদে প্রার্থী ৩১শ’র বেশি। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী ৬৪ পৌরসভা ও পূর্বে স্থগিত হওয়া পাবনার সুজানগর পৌরসভা যুক্ত হলে ৬৫ পৌরসভায় ভোট হবার কথা ছিলো। কিন্তু ময়মনসিংহের ত্রিশাল এবং পাবনার সুজানগর পৌরসভার ভোট স্থগিত রয়েছে। আর কুমিল্লার লাকসাম পৌরসভায় সব পদে একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে না। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে এই দুই পৌরসভায় বাকী পদগুলোতে ভোট হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ভোটে জয়ের পর বিজয় মিছিলে সহিংসতা হচ্ছে উল্লেখ করে ইসি সচিব বলেন, কেই আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক-পিকআপ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া, বৃহস্পতিবার মধ্যরাত থেকে নির্বাচনের পর দিন সকাল পর্যন্ত মোটর বাইক চলাচল বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here