কিছু অর্থ ফেরত পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

0
37

নিজস্ব প্রতিবেদক: ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় যে অর্থ জমা দিয়েছিলেন, পরীক্ষা না হওয়ায় তার কিছু অংশ ফেরত পাবেন শিক্ষার্থীরা। আজ ফল প্রকাশ অনুষ্ঠানে একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শনিবার (৩০ জানুয়ারি) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল প্রকাশ করেন।

মূল অনুষ্ঠাস্থলে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে।

কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তার আগে এসএসসি পরীক্ষা হয়ে গেলেও আটকে যায় এইচএসসি পরীক্ষা।

মহামারির সংকটকালে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণের সিদ্ধান্ত নেয় সরকার।

কিন্তু আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান না থাকায় তা সংশোধনের প্রয়োজন হয়ে পড়ে। সম্প্রতি জাতীয় সংসদে এ সংক্রান্ত আইন সংশোধনে অনুমোদন দেওয়া হয়।

এবার শতভাগ পাসের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here