অবশেষে হিজাব যুদ্ধে জয়ী নারী সেনারা

0
0

মুসলিম নারী সেনাসদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার যে নিষেধাজ্ঞা ছিলো তা তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী। গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

হিজাব খুলে ফেলতে অস্বীকৃতি জানানো ও সেনাবাহিনীর বৈধ নির্দেশ অমান্য করায় মেজর ফাতিমা ইসাকসকে চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকায় মুসলিম নারী সেনাদের হিজাব পরার ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় আইনি লড়াইয়ে নামেন তিনি।

তিন বছর ধরে আইনি লড়াই শেষে আসা এই পরিবর্তনকে এক বড় বিজয় বলেই মনে করছেন দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর মেজর ফাতিমা ইসাকস।

তিনি বলেন, এটি শুধু তার একার বিজয় নয়। বরং ধর্মীয় বিধান পালন করার কারণে যারাই নীরবে বঞ্চনার শিকার হচ্ছিলেন, এটি তাদের সবার বিজয়।

হিজাব পরার কারণে তার বিরুদ্ধে নানা অভিযোগও আনা হয়েছিল। গত বছর মেজর ইসাকসের ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করে নেয় সেনাবাহিনী। সেই সঙ্গে মাথায় আঁটসাঁট, একরঙা ও দুই কান না ঢেকে তাকে স্কার্ফ পরতে দেয়ার বিষয়ে সম্মত হয় সেনা কর্তৃপক্ষ। যদিও তখন সেনাবাহিনীর পোশাক নীতিতে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন আনা হয়নি।

হিজাব ইস্যুতে তার মামলা পরিচালনাকারী প্রতিষ্ঠান লিগ্যাল রিসোর্স সেন্টারকেও (এলআরসি) ধন্যবাদ জানিয়েছেন মেজর ইসাকস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here